নিউজ ডেস্ক - সম্পত্তির টানাপোড়েনে সাক্ষী দিতে আদালতে এলেন ১০৫ বছরের এক বৃদ্ধ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে তাঁর উপস্থিতিকে দেখে অবাক হয়ে যান সকলে। বৃদ্ধর নাম কালীকুমার বসু। সূত্রের খবর আগে তিনি রেলে কাজ করতেন। ২০১৭ সাল থেকে সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে মামলা চলছিল কালীবাবুর।
তাঁর উকিল বিদ্যুৎ রায়চৌধুরী বলেন, "কালীবাবুর সম্মতি ছাড়া শরিকরা সম্পত্তির কিছুটা অংশ বিক্রি করে দিয়েছিলেন। আইন অনুযায়ী শরিকি সম্পত্তি বিক্রি করতে গেলে সম্পত্তির সব শরিকদের অনুমতি নিয়ে হয়। কারও আপত্তিতে এই কাজ হলে, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।" জানা গিয়েছে, এই মামলা চলছে অনেকদিন ধরে। কালীবাবুর সাক্ষ্যও দরকার ছিল এই মামলায়। তাই বয়েস হওয়ার সত্ত্বেও তিনি উপস্থিত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে।
Tags
hooghly