নিউজ ডেস্ক ঃ রাজ্যের আয় বাড়াতে তৎপর হল নবান্ন। এবার রাজস্ব বিভাগকে বদলে ফেলার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই কারণে অর্থ দফতরের অধীনে একটি পৃথক ‘রাজস্ব সেল’ তৈরি হয়েছে। যার পোশাকি নাম—ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস সেল। এই সেলের মূল কাজ হচ্ছে, নানা ক্ষেত্র থেকে রাজ্য সরকারের রাজস্ব আদায় বাড়ানো এবং রাজস্ব আদায়ের কাজকে সুসংহত করা।
এদিকে রাজ্য সরকারের অধীনে একাধিক দফতর রয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ দফতর রাজস্ব বিভাগ। এই তালিকায় আছে— ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ও ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিসেস । এই সব দফতরকে একসঙ্গে করে তৈরি করা হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস’। রাজস্ব বিভাগকে জটিলতা থেকে মুক্ত করতেই পৃথক সেল তৈরি করল রাজ্য সরকার। এই সেল শুধুমাত্র রাজস্ব আদায়ের কাজ দেখবে। নবান্ন সূত্রে খবর, সিনিয়র স্পেশাল সেক্রেটারি অথবা তার ঊর্ধ্বতন কোনও অফিসারকে নয়া রেভিনিউ সেলের দায়িত্ব দেওয়া হবে।