নিউজ ডেস্ক: রাজভবনের কাছে ধরনা মঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে প্রতিবাদ জানাচ্ছিলেন, সেখানে দেখা মেলেনি অভিষেকের। সাংসদ সৌগত রায় দাবি করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় অসুস্থ।শারীরিক অসুস্থতার কারণেই অনুপস্থিত অভিষেক। তবে এ ব্যাপারে নিশ্চিত নন তিনি, এটা তাঁর নিছকই ধারণা। কেন্দ্রীয় বঞ্চনার দাবিতেই গত শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, অভিষেকের অফিস থেকে দুটো তথ্য় জানানো হচ্ছে। একাংশ বলছে, চিকিৎসার কাজে দিল্লিতে রয়েছেন তিনি, আর এক অংশ বলছেন ব্যক্তিগত কোনও জরুরি কাজে ব্যস্ত আছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অসুস্থতা। মনের অসুস্থতা, এর কোনও চিকিৎসা হয় না।” তিনি আরও বলেন, “সিবিআই, ইডি কিছু করতে গেলে তখনই নাটক হয়।”
Tags
politics