দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর


নিউজ ডেস্ক -  প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতরত্ন পাচ্ছেন পি ভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিংহ। এর পাশাপাশি ভারতরত্ন পাচ্ছেন সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনও। প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে লিখলেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিংহ রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে, তা জানাতে পেরে আমি আনন্দিত। তিনি একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক । নরসিংহ রাও  ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছরের সংসদ হিসেবে  ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি স্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে।"

আনেকে মনে করছেন, এবার যে তিনজন বিশিষ্ট জনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হল, তা লোকসভা ভোটের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই ভারতে বিজেপির অন্যতম কাণ্ডারী এল কে আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন মোদি। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন