নিউজ ডেস্ক: এবার ভিড়ে কিছুটা স্বস্তি দিতে পুরুষদের জন্য পৃথক বাস পরিষেবা চালু করেছে তেলঙ্গানা সরকার। ১ ফেব্রুয়ারি থেকেই চালু হয়েছে এই পরিষেবা। তেলঙ্গানা রোড ও ট্রান্সপোর্ট সার্ভিসের তরফেই পুরুষ এক্সক্লুসিভ বাস পরিষেবা শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ইব্রাহিমপতনম-এলবি নগর রুটে এই বাস পরিষেবা চালু হল। জানা গিয়েছে, সম্প্রতি বাসের মধ্যে যুবদের তুমুল হাতাহাতির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর প্রেক্ষিতেই তেলঙ্গানা সরকার পুরুষদের জন্য পৃথক বাস পরিষেবা শুরু করল। এই রুটে প্রথম বাস যাবে সকাল সাড়ে ৮টায় এবং ফিরবে বিকেল সাড়ে ৪টেয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তেলঙ্গানার সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এর ফলে হঠাৎ করেই বাসে মহিলাদের ভিড় অতিরিক্ত বেড়ে গিয়েছে। ভিড় এড়াতে পুরুষদের জন্য পৃথক বাস চালু দাবিকেই এবার স্বীকৃতি দিল তেলঙ্গানা সরকার।