নিউজ ডেস্ক - নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতাগামী এক বিমানের ককপিটে লেজারের আলোর জেরে কলকাতা বিমান অবতরণে আগে-বিপত্তি। জানা গিয়েছে, এদিন ককপিটের লেজারের আলোয় বিভ্রান্তি তৈরি হয় পাইলটের দৃষ্টি। যদিও পরে পাইলটের তৎপরতায় ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে সুরক্ষিতভাবে বিমানটি অবতরণ করে। শুক্রবার সন্ধ্যাায় সাড়ে সাতটা নাগাদ বেঙ্গালুরু থেকে কলকাতা গামী ইন্ডিগো ফ্লাইট সিক্স ই ২২৩ কলকাতা বিমানবন্দরে অবতরণের সময়েই সমস্যা তৈরি হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কৈখালির দিক থেকে বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পড়ছিল। তাতে পাইলটের সমস্যা হতে থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টি জানানো হয়। উল্লেখ্য যে, কলকাতা বিমানবন্দর সন্নিকটে থানাগুলোতে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তা হলেও কম তীব্রতাযুক্ত লেজার লাইট ব্যবহার বন্ধ হচ্ছে না। আর তাতেই তৈরি হচ্ছে সমস্যা।