BUDGET 2024: প্রতি মাসে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করা হলো বাজেটে

 


নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বিদ্যুৎ পরিসীমা নিয়ে স্বস্তির খবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিনা মূল্যে বিদ্যুৎ পেলে  উপকৃত হবে দেশের হাজার হাজার মানুষ। ভারতে রুফটপ সোলারাইজেশন ও ফ্রি ইলেকট্রিসিটি স্কিমে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যদিও অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরই এই স্কিমের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 আজ অর্থমন্ত্রী ফের এই বিষয় যা যা ঘোষণা করলেন, দেখে নিন এক নজরে :


১. প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এতে উপকৃত হবে ১ কোটি পরিবার। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবে তারা।

২. এই পরিষেবায় প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে পাবে উপভোক্তা পরিবারগুলি।

৩. অর্থমন্ত্রী জানিয়েছেন, এই স্কিমে পরিষেবা পেলে বছরে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা বাঁচাতে পারবে প্রতিটি পরিবার।

৪. ছাদের ওপর সৌরবিদ্যুৎ উৎপন্ন করার ব্যবস্থা করে স্বল্প আয়ের পরিবারগুলিকে সাহায্য করবে সরকার।

৫. বাড়িগুলির ছাদে বসানো হবে সোলার ফটোভোলাটিক প্যানেল।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন