নিজস্ব সংবাদদাতা: আল্ট্রাটেক কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচঘড়ার জলাপাড়ায় জলসঙ্কট মেটাতে ভূমিপুজোয় মন্ত্রী বেচারাম মান্না।
পাঁচঘড়া বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী জায়গায়, এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে একটি পানীয় জলের পাম্প বসানো হবে, তারই আজকে ভূমি পুজো করা হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না। দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষের পানীয় জলের সংকট রয়েছে। সাধারণ মানুষের কথা ভেবেই আলট্রাটেক কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না, চন্ডীতলা ব্লক টু পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত। সহ-সভাপতি কুমোদ দাস, জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্ত সহ আলট্রাটেক কোম্পানির বিভিন্ন পদাধিকারী গণ। স্বল্প কিছুদিনের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবে রূপায়িত হলে এই অঞ্চলের মানুষের জল সংকটের সমস্যা মিটবে বলে আশাবাদী মন্ত্রী বেচারাম মান্না।