Chanditala: নবাবপুরের তিনটি রাস্তার শুভ উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়


সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলি: ২৫ শে ফেব্রুয়ারি চন্ডীতলা 1 নম্বর ব্লকের কুমির মোড়া গ্রাম পঞ্চায়েত ্ ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত এছাড়া নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তার নবরূপে শুভ সূচনা করলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়  । সংসদ বলেন তার সংসদের  কোটার তহবিল থেকে রাস্তার জন্য প্রদান করলেন। এই দিন তিনটি পঞ্চায়েতের সহায়তা কেন্দ্র যেখান থেকে জব কার্ডের কেন্দ্রের বকেয়া টাকা পাওয়া ছাড়াও অন্যান্য বিষয়ক তিনি খোঁজখবর নেন সহায়তা ক্যাম্পএ। বিশেষ করে মহিলারা সাংসদের উক্ত ভূমিকায় অত্যন্ত খুশি। তিনি বলেন তারা জব কার্ডের পাওনা টাকা সকলেই অতি শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকার এই পাওনা টাকা ব্যাংকের মাধ্যমে আপনারা পাবেন অতি শীঘ্রই।



তিনটি গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন সময় পুরুষ ও মহিলারা এছাড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ বিভিন্ন শ্লোগানে স্বাগত জানান সাংসদকে এছাড়াও পুষ্পস্তক দিয়ে সম্মান প্রদান করেন। প্রসঙ্গত মাদ্রাসা নিয়ে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফতুয়া জারি করছে অন্য রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মদিনা নগর মাদ্রাসা আশাফু সুপার মাদ্রাসার মুফতি অন্যান্য শিক্ষক ও কোরআনে হাফেজ পড়ুয়া হাত ধরাধরি করে ফুলবৃষ্টি বর্ষণ করে সংসদ কে সম্মান প্রদান করেন নজর কাড়ে এলাকায়।

বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আকাশ বাতাস। মাদ্রাস ার সেক্রেটারি মুফতি আব্দুর রব সাহেব মঞ্চে পুষ্পস্তক দিয়ে সম্মান প্রদান করেন সংসদকে। তিনটি গ্রাম পঞ্চায়েতের পরিদর্শন কালে সাথে ছিলেন চন্ডীতলা ১ নম্বর ব্লকের ভিডিও মহাশয় এছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি মহাশয় এবং জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েতের সভাপতি মলয় খাঁ মহাশয় সহ-সভাপতি সনৎ শানকি  ছাড়াও কর্মদক্ষ শেখ মোশারফ আলী ছাড়াও অন্যান্য সদস্য ।তিনটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যাবৃন্দ ও গ্রাম পঞ্চায়েতের কোন সদস্যবৃন্দ প্রমুখ। গাডওয়াল সহ নতুন রাস্তা পেয়ে আপ্লুত গ্রামবাসী মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন