নিউজ ডেস্ক: হুগলির কানাইপুরে ২দিন আগেই নৃশংসভাবে চতুর্থ শ্রেণীর এক পড়ুয়াকে খুনের করা হয়েছিল। কিন্তু ২দিন কেটে গেলেও এখনও জানা যায়নি কে বা কারা খুন করল সেই শিশুটিকে। তদন্তের পরও খুনের কারণও স্পষ্ট নয়। তারই মাঝে রবিবার সকালে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন। এমন অবস্থায় এবার সিআইডি(CID) তদন্তের দাবিতে করলো মৃত শিশুটির বাবা।
তবে কীভাবে ছাত্রটি খুন হল , এখনও স্পষ্ট নয়। চিহ্ন দেখে তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তদন্তকারীরা অনুমান করছে যে পরিচিত কেউ এই খুনের সঙ্গে যুক্ত। এদিন ফরেনসিক টিমও ঘটনাস্থলে যায় ও মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করে। ফরেন্সিক বিশেষজ্ঞ অভিজিৎ মাণ্ডি জানান, ‘‘রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলে অনেক রক্তপাত হয়। সেইরকম রক্তপাত দেখা গিয়েছে এই কেসে।’’
উল্লেখ্য, হুগলির কানাইপুরে প্রায় দিনই সন্ধ্যার দিকে বেশিরভাগ সময় একা থাকত স্নেহাংশু। শুক্রবার সন্ধ্যাতেও একা ঘরে বসে ছাত্রটি পড়াশোনা করছিল। তার পাশের ঘরে টিভিও চলছিল। আচমকাই স্নেহাংশুর খুড়তুতো বোন বাড়িতে ঢুকে চিৎকার করতেই প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। তারা দেখে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাচ্চাটি। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। শিশুকে উদ্ধার করে হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।