নিউজ ডেস্ক - জিপিএস (GPS) এর ব্যবস্থা থাকবে এমন টোল ব্যবস্থা আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ী জানিয়েছেন, বর্তমানে দেশের হাইওয়েতে টোলপ্লাজার যে ব্যবস্থা আছে, তার বদলে জিপিএস নির্ভর টোল আদায় পদ্ধতি আনার কথা। এই বছরের মধ্যেই এই পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয় এপ্রিল থেকেই কাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। ফাস্টট্যাগের সঙ্গেই জিপিএস নির্ভর এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, হাইওয়েতে ট্রাফিক জ্যাম কমাতেই এই নতুন পদ্ধতির কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে এই পদ্ধতিতে টোল আদায় আরও বাড়বে। ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়ার বর্তমান রেভিনিউ ৪০ হাজার কোটি টাকা। আগামী ২-৩ বছরের মধ্যে তা ১.৪০ লক্ষ কোটি টাকা হবে বলে আশা। তিনি যোগ করেন, “সরকার নতুন প্রযুক্তির বিষয়ে আগ্রহী। জিপিএস নির্ভর টোল ব্যবস্থা গোটা দেশে চালু করতে চায়। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন প্রযুক্তি আসবে।”