Hooghly Police: পান্ডুয়ায় পারিপার্শ্বিক বিবাদে পিটিয়ে খুনের ঘটনায় ছ'জনের জাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক: পান্ডুয়ায় এক পারিপার্শ্বিক বিবাদের ঘটনায় এক ব্যাক্তিকে কোদাল, লাঠি দিয়ে খুন করার অপরাধে ৬ জন অপরাধী কে যাবজ্জীবন সাজা শোনালো চুঁচুড়া আদালত।

প্রায় ছয় বছর আগে, পান্ডুয়ার তিন্না গ্রামের অভিযোগকারীনি মামনি বিবির অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলা। তদন্তভার নেন সাব-ইন্সপেক্টর প্রশান্ত ঘোষ , কয়েক দিনের মধ্যে ৬ জন অভিযুক্তদের গ্রেফতার হয় ।তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর প্রশান্ত ঘোষ নিরলস পরিশ্রম করে এই ঘৃণ্য অপরাধীদের শাস্তিবিধান সুনিশ্চিত করেছেন। গতকাল বেরিয়েছে এই মামলার রায়।

পান্ডুয়া পিএস মামলা নম্বর ২২০/ ১৮ তারিখ: ৬/৫/২০১৮ ,- ৩০২ আই.পি.সি

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন