মমতাজি I.N.D.I.A জোটেরই অংশ ; রাহুল গান্ধি


নিউজ ডেস্ক -  বাংলায় কংগ্রেসের সাথে জোট বাঁধার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার পর থেকে একাধিক বার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করেছেন তিনি। রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়েও কটাক্ষ করলেন। সেই নিয়ে কংগ্রেসের অনেকে ক্ষোভ উগরে দিলেও, মমতার প্রতি নরম অবস্থানই বজায় রাখলেন রাহুল। জানালেন, মমতা এখনও I.N.D.I.A জোটেরই অংশ। 

মঙ্গলবার সংবাদমাধ্যমে রাহুল বলনে, "মমতাজি I.N.D.I.A জোটেরই অংশ। I.N.D.I.A জোটে অংশ নিয়েছিলেন তাঁরা, তাঁরা এখনও জোটেই রয়েছেন। নীতীশ কুমার জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। বিজেপি-তে যোগ দিয়েছেন উনি। কেন উনি ছেড়ে গেলেন, তা আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে। বিহারেও I.N.D.I.A জোট হিসেবই লড়ব আমরা।" তিনি যোগ করেন,"আসন সমঝোতা চলছে। এখনও আলোচনা চলছে আমাদের মধ্যে। এই ধরনের মতভেদ হতেই থাকে। এটাই স্বাভাবিক।"  


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন