INDIAN RAILWAY : গত পাঁচ বছরে তিন লক্ষেরও বেশি জনকে নিয়োগ করেছে রেল- দাবি রেলমন্ত্রীর


 নিউজ ডেস্ক ভারতীয় রেলের কর্মীর সংখ্যা সারা দেশে লক্ষাধিক। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত কয়েক বছরেও রেলে ধারাবাহিক নিয়োগ করা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন,  গত পাঁচ বছরে ৩ লক্ষ ২ হাজার ৫৫০ জনকে চাকরি দিয়েছে রেল। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ এবং এই অর্থবর্ষের চলতি সময় অবধি এই সংখ্যক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি চাহিদা মেনে রেলে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাও জানিয়েছেন তিনি।

 গত পাঁচ বছরে তিন লক্ষেরও বেশি জনকে নিয়োগের পাশপাশি সম্প্রতি ১ লক্ষ ৩৯ হাজার শূন্যপদ নিয়োগের পরীক্ষা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। ২টি বড় পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদের অধিকাংশ পূরণ করা হবে। সেই পরীক্ষায় ২ কোটিরও বেশি আবেদনকারী অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি। নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিতে অর্থাৎ স্টেশন মাস্টার, গুডস গার্ড, ক্লার্ক, টাইপিস্টের মতো পদে লোক নেওয়ার পরীক্ষা নেওয়া হয়েছিল বছর খানেক আগে। ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুলাই মাসের মধ্যে হয়েছিল সেই পরীক্ষা। তাতে বসেছিলেন প্রায় ১ কোটি ২৬ লক্ষ প্রার্থী। ১৫টি ভাষায় দেশের ২১১টি শহরে নেওয়া হয়েছিল পরীক্ষা। সেই পরীক্ষার ফলও শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন