নিউজ ডেস্ক - প্রকাশিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আংশিক সূচি। শুরুতেই মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলিদের ম্যাচ। প্রথম ম্যাচ হবে চেন্নাইতে। ২২ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে সিএসকের প্রতিপক্ষ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আপাতত ১৫ দিনের সূচি ঘোষণা করা হল। দেশে সাধারণ নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ সূচি পাওয়া যাবে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ ডাবল হেডার থাকবে। দিনের প্রথম ম্যাচে মোহালিতে মুখোমুখি পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। পরে সন্ধ্যায় মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ। লোকসভা নির্বাচনের জন্য দুটি ধাপে চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শুধু তাই নয় লোকসভা নির্বাচনের জন্য এবার আইপিএল সূচি ঘোষণা করতে দেরি করেছে বোর্ড। নির্বাচন কমিশন এখনও ভোটের ঘোষণা করেনি। তাই সম্পূর্ণ সূচি প্রকাশ করতে পারছেনা বোর্ড।