Madhyamik Exam: পুলিশ কাকুর তৎপরতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা: পুলিশ কাকুর তৎপরতায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী।

আজ আনুমানিক ৯:২৫ নাগাদ শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি হাই স্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়, পরীক্ষাকেন্দ্রে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল নিতু ব্যানার্জী এবং কনস্টেবল শৈলেন দন্ডপাট। এর পর খবর পৌছায় শ্রীরামপুর ট্রাফিকে কর্মরত সাব -ইন্সপেক্টর সুব্রত ধর বাবুর কাছে, তিনি জি টি রোডে ট্রাফিক এর দায়িত্ব সামলাচ্ছিলেন তার দুই ফোর্সকে নিয়ে কনস্টবল অরুন পাল এবং THG অনিমেষ মল্লিককে নিয়ে। সেই সময় সুব্রত বাবু তার গাড়ি করে মেয়েটিকে তার বাড়ি নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করেন এবং যথা সময়ে মেয়েটিকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

এর জন্য সুব্রত বাবু সহ তার গোটা টিম কে অভিনন্দন জানান মেয়েটির পরিবার। সুব্রত বাবু জানান মেয়েটি অসহায় ভাবে কাঁদছিল, প্রথমে আমি আশ্বস্থ করি এরপর ওকে পরীক্ষা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিই। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন