Madhyamik: পরীক্ষার্থীদের গোলাপ শুভেচ্ছা! দাতাদের নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় সুবীরের

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ শুভেচ্ছা! দাতাদের নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় সুবীরের।

আমি তোমাদেরই মত একদিন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। আমার পরিবারের সকলেও এই বোর্ডের পরীক্ষার্থী ছিল। এমনকি আমার কন্যা। তাই শুভেচ্ছার বন্যায় আবেগ তাড়িত নয়, আজ যারা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে কিংবা গোলাপ ফুল নিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে তাদের সিংহভাগ নিজেৱাও এই মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডে পড়াশোনা করেনি কিংবা পরিবারের সন্তান-সন্ততিদের এই বোর্ডে পড়ানোর আস্থা রাখে না। আবার কেউ কেউ মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত পার করেনি... পরবর্তীকালে টাকা পয়সা দিয়ে ডিগ্রী কিনেছে, তারা নিজেদের ছবি ছাপিয়ে তোমাদের শুভেচ্ছা জানাবে। তাই কারো সহানুভূতি নয়.. অন্তঃসারশূন্য শুভেচ্ছাৱ বিড়ম্বনায়.. হোডিং ,ফ্লেক্সে কিংবা ফেসবুকে.. শুভেচ্ছার বন্যায় আত্ম-সন্তুষ্টি যেন না আসে।

নিজের জন্মদাতা বাবা-মাকে, বাড়ির ও পাড়ার গুরুজনদের প্রণাম করে আর স্কুলের শিক্ষক-শিক্ষিকা গৃহ শিক্ষক-শিক্ষিকাকে অন্তর থেকে প্রণাম করে পরীক্ষা হলে পৌঁছাও। মনকে একাগ্র কর। তোমাকে মানুষ করে বড় করার পিছনে তোমার বাবা-মা পরিবারের লোকেদের আত্মত্যাগ আর স্কুল শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রয়াসকে হৃদয়ে প্রজ্জ্বলিত কর।

মনে রাখবে আজ থেকে তোমার জীবনের আৱ এক লড়াই শুরু হলো। আজ যারা তোমাকে অভিনন্দন আর শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছে আগামী দিন ওদের বৃত্তে পৌঁছানোই তোমাদের লড়াই এবং লক্ষ্য। কেউ কাউকে এক চুল জায়গা ছাড়বে না জীবনের যাত্রাপথে। সর্বদা তোমাকে ছিটকে দেবার চেষ্টা করবে। কারণ তুমি সমাজের প্রান্তিক শ্রেণী থেকে উঠে আসছো। শত বাধা অতিক্রম করে নিজের যোগ্যতায় যখন পৌঁছে যাবে তখন তোমাকে সমাদর করবে। কারণ আমরা যে সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করতে করতে ওই বৃত্তে পৌঁছেচ্ছি।

লড়াই নিজের শক্তিতেই তোমাকে করতে হবে। নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে। শুধু মনে রাখবে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখার জন্য জন্মগ্রহণ কৱিনি। পৃথিবীতে আমরাও কিছু করে দেখানোর জন্য জন্মেছি। নিজের আত্মবিশ্বাসের বলে বলিয়ান হও। নিজের লক্ষ্যে থাকো শান্ত ধীর স্থির।

চোয়াল শক্ত কর, মনকে একাগ্র কর... পরীক্ষা হলে পৌঁছাও। জয় তোমাদের হবেই। মনে রাখবে তোমরাই দেশের আগামী দিনের চালিকা শক্তি। কি বিজ্ঞানে, কি দর্শনে, কি রসায়নে, কি প্রযুক্তিতে, কি চিকিৎসায়, কি কর্পোরেট দুনিয়ায়, শিক্ষকতায়, কি ব্যবসায়, কিংবা জনপ্রতিনিধিত্বে। সব সময় মনে রাখবে একটা মানবিক সরকার আর একজন মানবিক মুখ্যমন্ত্রী তোমাদের পাশে আছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগৱ, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম এই সকল মহান মানুষদের জীবনাদর্শকে নিজের হৃদয়ে মশালের মত জ্বালিয়ে নাও।

জয় তোমাদের হবেই।

সর্বদা আমি রইলাম তোমাদের পাশে। বিপদে আর বিপন্নতায় আগলে রাখবো সন্তানের মত করে তোমাদের। তোমাদের প্রমাণ করতেই হবে শিক্ষায় অর্থই বড় কথা নয়.... প্রতিভা , একাগ্রতা, চোয়াল শক্ত করা জেদ শেষ কথা বলবে। আদর্শ আমাদের দেশের মনীষীরা... যাঁরা মাটির সোঁদা গন্ধ মেখে, ধরনীর ধুলায় মিশে, গ্রামের স্কুলের আট চালা থেকে আলপথ ধরে সেলেট আর পেন্সিল নিয়ে হেঁটে হেঁটে জীবনের রাজপথে পৌঁছেছে। পৃথিবীকে আলোকিত করেছে। করেছে আগামী প্রজন্মের বাসযোগ্য। দেশ বিদেশে হীরের দ্যুতি হয়ে ছড়িয়ে পড়েছে।

তোমরা পারবে। পারতে তোমাদের হবেই। মনে রাখবে তোমরা আটপৌরে.. মধ্যবিত্ত.. ছাপোষা..তোমার পরিবারের মানুষজনের ত্যাগ আর লড়াই তোমাদের শিরায় আর ধমনীতে.. আর তোমাদের গ্রামের স্কুলের শিক্ষক কূলের আন্তরিক সদিচ্ছা।

ওই সেন্ট মাখানো স্কুলের ছেলেমেয়েদের সাথে আগামীদিনে উচ্চশিক্ষার প্রতিযোগিতায় তোমাকে বুঝিয়ে দিতে হবে তুমিও কিছু কম নও।

কেউ বিলাসবহুল গাড়িতে বসে যখন চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সুখ বৈভব সম্পত্তি রাখবো কোথায়? তখন তোমার বাবা মা আর পরিবারের মানুষজনেরা পায়ে হেঁটে পথ চলতে চলতে যেন মনের মধ্যে প্রত্যয় এনে বলতে পারে, সন্তান তো মানুষ হয়েছে। ওরা নিজেরাই নিজেদের জীবনটা এবার গড়ে নেবে। দেখেও আমাদের জীবনে পরম শান্তি।

কি তোমরা তোমাদের বাবা-মা আর পরিবারের লোকেদের হাসি দেখতে চাও না?

তাহলে এটাই সুবর্ণ সুযোগ....... লক্ষ্যে স্থির হও।

ধীর স্থির মনে পরীক্ষা হলে পৌঁছাও। প্রশ্নপত্র হাতে পেয়ে মাথা ঠাণ্ডা করে সবটা দেখে নাও। আগে যেগুলো জানো সেগুলোর উত্তর দাও। তারপর বাকিগুলোকে নিয়ে ভাবো।

শুধু আমি পারবো এই "আত্মবিশ্বাস".. আমাকে পারতেই হবে। তোমাদের জন্য একরাশ শুভেচ্ছা তোমারই মতো পথে পা ফেলে হাঁটা এক অগ্রজের।

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক

চৱৈবেতি.. চৱৈবেতি... চৱৈবেতি.. ❤️

                          শুভেচ্ছান্তে

                  ড: সুবীর মুখোপাধ্যায়

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন