Madrasah exam: ফের মাদ্রাসার পরীক্ষা দিতে এসে অসুস্থ বেশ কিছু পরীক্ষার্থী, চাঞ্চল্য চন্ডীতলায়

নিজস্ব সংবাদদাতা: মাদ্রাসা শিক্ষা পরিষদের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ বেশ কিছু পরীক্ষার্থী। আজ সকালে পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই গাড়ি থেকে নেমে অসুস্থ হয়ে পড়ে পাঁচ সাত জন পরীক্ষার্থী।

তাদের প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু হয়েছে। উল্লেখ্য, গতকালও এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার পর পাঁচজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল তাদেরকে উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছিল।

অর্থাৎ গতকালের পর আজকের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কুমিরমোড়া ইউনিয়ন হাই মাদ্রাসায়। ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ ও চন্ডীতলা হাসপাতালে সুপার। প্যানিকের কারণে এই ঘটনা বলে মনে করছেন BMOH. তারা সুস্থ হয়ে পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে মাদ্রাসা সূত্রে। ‌

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন