সেখ আব্দুল আজিম, হুগলি : মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ ৫ পরীক্ষার্থী। ঘটনা কুমিরমোড়ার ইউনিয়ন হাই মাদ্রাসার। পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পরীক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। মাদ্রাসা কর্তৃপক্ষ মনে করছে রাত জেগে পড়ার কারণেই পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল পরীক্ষার্থীরা।