নিজস্ব সংবাদদাতা: ডানকুনি সার্কাস মাঠে অনুষ্ঠিত হয়ে গেল DNN বাংলা বর্ষ সেরা সম্মান ২০২৪ । এদিন ডানকুনি সংলগ্ন এলাকার বিভিন্ন চ্যানেল ও পেপারের সাংবাদিকদের বর্ষ সেরা সম্মান জানানো হয়।
সম্মান জানানো হয় ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম, সিআইসি কল্লোল ব্যানার্জি, হুগলি জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখার্জি, ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা, ট্রাফিক ইন্সপেক্টর সৌরভ ব্রমভ্রচারী সহ বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবু আফসার উদ্দিন, ডাঃ তামাল হাজরা, ডাঃ মৃগাঙ্ক মৌলি সাহা ও আইনজীবী সৈয়দ উজ জামানের হাতে বর্ষ সেরা সম্মান তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিন কেক কেটে ডানকুনি প্রেস ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করেন ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম। উন্মোচন করা হয় প্রেস ক্লাবের নিজস্ব লোগোর। আগত অতিথিরা সকলেই ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
হুগলি জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখার্জি জানান ক্লাবের স্থায়ী ঠিকানা করার জন্য যাবতীয় সহযোগিতা তিনি করবেন।
পুরো প্রধান হাসিনা শবনম জানান, তার আমলে অবশ্যই তিনি ক্লাবের স্থায়ী ঠিকানা করে দেবার চেষ্টা করবেন।
সিআইসি কল্লোল ব্যানার্জি এদিন সাংবাদিকদের উপর আক্রমণ নিয়ে সরব হন, পাশাপাশি আশ্বাস দেন প্রশাসনিক থেকে যাবতীয় সহযোগিতা করবেন।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে আইনজীবী সৈয়দ উজ জামান, চিকিৎসক ডঃ তমল হাজরা, ডঃ মৃগাঙ্ক সাহারা ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সর্বত্রভাবে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।