নিজস্ব সংবাদদাতা: ফের ডানকুনিতে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অসীম কুমার ময়রা বয়স আনুমানিক ৭০ বছর, বাড়ি রঘুনাথপুরের ময়রাপাড়ায়।
ডানকুনি রঘুনাথপুর ময়রা পাড়ার বাসিন্দা অসীম কুমার ময়রা জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে রাস্তা ধরে যাচ্ছিলেন হঠাৎই ডানকুনি টোল প্লাজার আগে একটি লরি তাকে পিষে দেয়।
খবর দেওয়া হয় ডানকুনি থানায়। ডানকুনি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওভারটেক করতে গিয়েই বিপত্তি বলে অনুমান স্থানীয়দের।