সুইগি ও জোম্যাটো-কে টেক্কা দিতে শীঘ্রই আসতে চলেছে Tata Neu

নিউজ ডেস্ক - বর্তমানে সুইগি ও জোম্যাটো হল ফুড ডেলিভারি অ্যাপ হিসাবে বিশেষ জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার ফুড ডেলিভারি অ্যাপের দুনিয়ায় ঢুকছে টাটা। সুইগি ও জোম্যাটো-কে টেক্কা দিতে শীঘ্রই আসতে চলেছে Tata Neu। ইস্পাত শিল্প, বিমান সংস্থা থেকে শুরু করে গৃহস্থের দৈনন্দিন সামগ্রীতে পর্যন্ত টাটা গোষ্ঠীর একচেটিয়া বিস্তার রয়েছে। এবার অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মেও পদার্পণ করতে চলেছে এই সংস্থা। মাস খানেকের মধ্যেই এই অ্যাপের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। 

Tata Neu অ্যাপের মাধ্যমে খাবার থেকে শুরু করে মুদিখানার সামগ্রী, পোশাক, গয়না, এমনকি বিমানের টিকিটও বুকিং করতে পারবেন গ্রাহকেরা। বর্তমানে এককভাবে Swiggy এবং Zomato-এর আধিপত্যে রয়েছে প্রায় ৯৬ শতাংশ বাজার। তবে এবার চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে টাটা।  Tata Neu এর ইউনিফাইড শপিং প্রোপোজিশন সহ বিভিন্ন বিভাগ জুড়ে ভোক্তা ওয়ালেটের একটি সমন্বিত শেয়ারকে লক্ষ্য করতে পারে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন