নিউজ ডেস্ক ঃ লোকসভা নির্বাচনের আগে বাংলার বাজেটে বড় ঘোষণা করা হল। লক্ষ্মীর ভাণ্ডারে থেকে শুরু করে কর্মশ্রী প্রকল্পের টাকা বাড়ানোর বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এক নজরে দেখে নিন বাজেটে কী কী বলা হোয়েছে --
- লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি - এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, "লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।"
- কর্মশী প্রকল্প - এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার।নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কর্মশ্রী'।
- সিভিক ভলান্টিয়ারের ভাতা বাড়ল - এবার থেকে সিভিক ভলান্টিয়ার,ভিলেজ, গ্রিন পুলিশদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি হবে।
- শস্য বিমার প্রিমিয়াম বহন করবে সরকার- আলুচাষিদের জন্য, শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণ ভাবে বহন করবে রাজ্য সরকার। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ তার জন্য রাখা হয়েছে।
- মৎস্যজীবীদের জন্য 'সমুদ্রসাথী' প্রকল্ - মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার 'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে।
Tags
WEST BENGAL