নিউজ ডেস্ক : রাজনৈতিক মহলে এখন হাড্ডাহাড্ডি লড়াই। লোকসভা নির্বাচন এখন পাখির চোখ। শনিবার, ১৬ মার্চ ঘোষিত হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট সময়সূচী। নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়, সেক্ষেত্রে 4M এর ফর্মুলা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কিন্তু কি এই 4M ফর্মুলা?
১.মাসল পাওয়ার
২.মানি পাওয়ার
৩.মিসইনফরমেশন
৪.এমসিসি
ইতিমধ্যে মাসল এবং মানি পাওয়ার রুখতে কড়া বন্দোবস্ত করছে কমিশন। ভারতীয় নির্বাচনে সাম্প্রতিক অতীতে টাকার ব্যবহার যথেষ্ট বেড়েছে। সেটা নিয়ন্ত্রণ করাটাই আসল চ্যালেঞ্জ। উদাহরণ হিসাবে কমিশন বলছে, "দেশে শেষ যে ১১টি রাজ্যে ভোট হয়েছে, সেই রাজ্যগুলিতে বেআইনিভাবে বাজেয়াপ্ত হওয়ার অঙ্কটা হল ৩৪০০ কোটি। যা পাঁচ বছর আগের নির্বাচনের থেকে প্রায় ৮৩৫ শতাংশ বেড়েছে। টাকা উদ্ধারের নিরিখে আছে তেলেঙ্গানা (৭৭৮ কোটি)। এরপরই আছে রাজস্থান। সেখানে উদ্ধার হয়েছে ৭০৪ কোটি।কর্নাটকে ৩৮৪ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশে (৩৩২ কোটি), ছত্তিশগড় (৭৮ কোটি), ত্রিপুরা (৪৫ কোটি) মেঘালয় (৭৪ কোটি), মিজোরামে (১২৩ কোটি) বিপুল টাকা উদ্ধার করার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।"