সারারাত চুলে তেল মেখে রাখেন? অজান্তেই বিপদ বাড়াচ্ছেন না তো?

নিউজ ডেস্ক; তেলে জলে চুল থাকে তাজা এই কথা আমাদের আশেপাশে অনেকেই বলে থাকেন। তাই চুল ঠিক রাখতে আমরা সকলেই কম বেশি চুলে তেল ব্যবহার করে থাকি। অনেকেই আবার চুল ভালো রাখতে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তেল মাখেন। তবে প্রতিদিনের এই অভ্যেস কি আদৌ আপনার চুলের কোনো উপকার করছে নাকি অচিরেই আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে আপনার চুল?




জানেন কি বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন। 

অনেক বিশেষজ্ঞের মতে চুলে তেল লাগানো অবশ্যই একটি ভালো অভ্যেস। তবে তেল লাগানোর ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে বিশেষ কয়েকটি নিয়ম।

বিশেষজ্ঞরা বলছেন সারারাত চুলে তেল মেখে রাখলে স্ক্যাল্পের সমস্যা দেখা দিতে পারে। আমাদের স্ক্যাল্পেও প্রাকৃতিক তেল তৈরি হয়। এই পরিস্থিতিতে সারারাত তেল ব্যবহারের ফলে  র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চুল তেল লাগিয়ে শুলে চুল এবং বিছানার ধুলো ময়লার কারণে খুশকির সমস্যা বাড়তে পারে বলেও মত বিশেষজ্ঞদের। পাশাপাশি অতিরিক্ত পরিমাণ তেল ব্যবহারের ফলে অকালে চুল পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।


অনেকেই অনেক সময় তেল গরম করে স্ক্যাল্পে খুব ভাল করে ম্যাসাজ করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন এতে উপকারের তুলনায় অপকার হচ্ছে বেশি। খুব গরম তেল মাথার ত্বকে লাগলেই চুলকানির সমস্যা বাড়িয়ে দিতে পারে।

তবে নিয়ম মেনে চুলে তেল ব্যবহার করলে আপনি চুলের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এক নজরে দেখে নিন ঠিক কি কি নিয়মে চুলে তেল ব্যবহার করবেন।

 একেবারে হালকা গরম তেল দিয়ে আপনার চুল ম্যাসাজ করুন। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হবে। ফলে তাড়াতাড়ি চুল বাড়বে। 

নারকেল তেল ছাড়াও অলিভ অয়েল, বাদাম তেল ইত্যাদি তেল চুলের জন্য ব্যবহার করতে পারেন। এতে চুল অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা পাবে।


 চুলে নিয়মিত তেল লাগালে চুলকে শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া থেকে বাঁচানো যায়। তবে অতিরিক্ত তেল স্ক্যাল্পের জন্য ক্ষতিকারক বলেই মত বিশেষজ্ঞদের।আর তাই দিনে অথবা রাতে যখনই তেল ব্যবহার করুন না কেন নিয়ম মেনে চুলে তেল দিলে চুলের সব সমস্যা দূর হয়ে আপনার চুল হয়ে উঠতে পারে সতেজ ও প্রাণবন্ত।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন