নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে জানিয়েছিলেন বড় খবর আসতে চলেছে। আর বুধবার সকাল দশটায় সেই বড় খবর নিজের ফেসবুকেই একটি ভিডিও বার্তার মাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ভোটের মুখে বেতন বাড়লো আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা বাড়ানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন মাসিক ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল মাস থেকেই এই বর্ধিত হারে বেতন কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন,বাংলার মানুষের জন্য তাদের হিতার্থে দিনরাত পরিশ্রম করেন এই কর্মীরা। তাই এবার তাদের বেতন বাড়ানো হল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য বাজেটে লক্ষ্মীভান্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ করার ঘোষণা করা হয় পাশাপাশি বেতন বৃদ্ধি করা হয়েছিল মিড ডে মিল রাঁধুনিদেরও। আর এবার বেতন বাড়ানো হল আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের।
সৌজন্যে: মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট