নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মিলতে চলেছে গোয়ার মতো সুবিধা। অন্যান্য জায়গার মতোই পর্যটকরা এবার নিজেরাই বাইক অথবা স্কুটি ভাড়া করে বাংলা ঘুরতে পারবেন। শুক্রবার রাজ্যের পরিবহণ মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল এই নয়া ব্যবস্থার।
পরিবহণ দফতর সূত্রে জানা যায় এবার অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও পর্যটকরা বাইক বা স্কুটি ভাড়া করে ব্যবহার করতে পারবেন।
শুক্রবার রাজ্যের পরিবহণ মন্ত্রী বাইক ও স্কুটির কমার্শিয়াল পারমিট দেওয়া শুরু করেন। এদিন ১২৯টি বাইককে কমার্শিয়াল পারমিট দেওয়া হয়। মন্ত্রী জানান যে আগামী দিনে আরও যাঁরা আবেদন করবেন, তাঁদেরকেও কমার্শিয়াল পারমিট অর্থাৎ হলুদ নম্বর প্লেট দেওয়া হবে।
উল্লেখ্য, এতদিন যাবত এই রাজ্যে ব্যক্তিগত গাড়িগুলিকেই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল। যা অনেকাংশেই নিয়ম বিরুদ্ধ। ব্যক্তিগত ও কমার্শিয়াল গাড়ির কর ব্যবস্থা আলাদা সেইসঙ্গে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ সাদা নম্বর প্লেটের গাড়ি কখনই ব্যবসআয়ইক ক্ষেত্রে ব্যবহার করা যায় না।মন্ত্রী বলেন যে , এই ধরনের সমস্যার বিষয়টি নিয়ে তাঁর কাছে আবেদন এসেছিল বাইক-ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে। সেই দিকে নজর রেখেই রাজ্যে চালু হল এই কমার্শিয়াল পারমিট দেওয়ার ব্যবস্থা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও মন্ত্রীর কাছে আবেদন এসেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, ‘এই ব্যবস্থা এবার বাংলাতেও চালু করা হবে। উত্তরবঙ্গ, দিঘা, সুন্দরবন থেকে শুরু করে জনপ্রিয় জায়গাগুলিতে এই ব্যবস্থা করে দেওয়া হবে।’ এই নতুন ব্যবস্থা পর্যটকদের বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।