এর পাশাপাশি লোকসভা নির্বাচনের সময়ে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেও আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভোট ঘোষণার আগেই বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া চিঠিতে বাংলার জন্য ৯২০ কোম্পানি বাহিনীর প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এদিন বলেছেন, "সব বাহিনী না আসা পর্যন্ত সংখ্যা আমরা বলব না। তবে এটা বলতে পারি পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। যে দফায় যেমন আসন সেই অনুসারে বাহিনী ব্যবহার হবে।"
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনেও বাংলাতে সাত দফায় ভোট হয়েছিল। উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ভাবে ভোট পরিচালনার জন্য ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এবার কি তার থেকেও বেশি বাহিনী আনা হবে বাংলায় ভোট পরিচালনার জন্য , তা নিয়ে উঠছে প্রশ্ন।আপাতত সেই উত্তরেরই অপেক্ষায় রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ।