চট্টগ্রামে চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ। ওই ম্যাচ চলাকালীন স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে বল করার পর হঠাৎ করেই পেট চেপে মাঠে বসে পড়েন মুস্তাফিজুর। এরপর ৪৮তম ওভারে ফের মুস্তাফিজুর বল করতে আসেন। কিন্তু প্রথম ডেলিভারিই দিতে পারেন না। তাঁর পরিবর্তে সৌম্য সরকার ওই ওভার পূরণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও মুস্তাফিজুরের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। কিন্তু সিএসকের অনুরাগীরা এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছেন যে আরও এক ক্রিকেটারকে হয়তো পাওয়া যাবে না এ বারের আইপিএলে।
চেন্নাই সুপার কিংস এমনিতেই ডেভন কনওয়ে এবং মাতিশা পাথিরানাকে সম্ভবত এ বারের আইপিএলে পাবে না। কিউয়ি ক্রিকেটার ডেভন কনওয়ের বুড়ো আঙুলের অস্ত্রোপচার হয়েছে। আর শ্রীলঙ্কার বোলার মাতিশা পাথিরানার গ্রেড ১ হ্যামস্ট্রিং চোট হয়েছে। যার ফলে এই দুই ক্রিকেটারকে সিএসকে পাবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তার মধ্যে আবার মুস্তাফিজুর রহমানের চোট চিন্তা বাড়াল।