নিউজ ডেস্ক - শনিবার অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর পরণে ছিল ক্যামোফ্লাজ প্রিন্টের জামা, মাথায় টুপি ও বাইনোকুলার হাতে নিয়ে সম্পূর্ণ একটি আলাদা রূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
এই প্রথমবার কাজিরাঙায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙা জঙ্গলের সেন্ট্রাল কোহোরা রেঞ্জে হাতি পিঠে চড়ে সাফারি করেন প্রধানমন্ত্রী। এরপরে তিনি জিপ সাফারি করেন । প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কাজিরাঙা পার্কের ডিরেক্টর সোনালি ঘোষ ও অন্যান্য আধিকারিকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করে লেখেন, “আজ সকালে আমি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে গিয়েছিলাম। ঘন সবুজে ঘেরা এই ইউনেসকো হেরিটেজ সাইটে একশৃঙ্গ গণ্ডার সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য রয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি একবার কাজিরাঙা ঘুরে দেখার।”শুক্রবার বিকেলেই কাজিরাঙায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। দুইদিনের সফরে অসমে গিয়েছেন তিনি।
আজ, শনিবার দুপুরে তিনি জোরহাটে ১২৫ ফিট উচ্চতার ‘স্ট্যাচু অব ভেলোর’ উদ্বোধন করবেন । লাচিত বারফুকানের মূর্তি এটি। এরপরে তিনি কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন । তিনি মোট ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন ।