আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে পারফর্ম করে কত টাকা পেলেন বলি সেলেবরা,সামনে এলো আসল তথ্য

 নিউজ ডেস্ক:গত কয়েকদিন বিনোদন জগতে খবরের শিরোনামে উঠে এসেছে জামনগর, কারণ দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং পার্টি।  তিন দিন ব্যাপি এই প্রি ওয়েডিং পার্টি অনুষ্ঠিত হয় জামনগরে।



সূত্রের খবর, এই অনুষ্ঠান আয়োজনে আম্বানি পরিবার খরচ করেছে প্রায় হাজার কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটস, মার্ক জুকারবার্গ সহ গোটা বিশ্বের নামিদামি ব্যক্তিত্ব। 

নাচ গান খাওয়া দাওয়া মিলিয়ে জমে উঠেছিল তিন দিনের প্রি ওয়েডিং পার্টি। অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন বিশ্ববিখ্যাত পপ সিঙ্গার রেহানা। শোনা যাচ্ছে রেহানা পারফর্ম করার জন্য কয়েক কোটি টাকা নিয়েছেন আম্বানি পরিবারের কাছে। পাশাপাশি পারফর্ম করেছেন বলিউডের পরিচিত গায়ক গায়িকারাও।


তবে শুধু গান নয় বলিউডের অনেক জনপ্রিয় সেলিব্রিটিকেই  নিজেদের পারফরমেন্স দিয়ে রাধিকা অনন্তের প্রি ওয়েডিং এর মঞ্চ মাতাতে দেখা গেছে। বাদ যাননি বলিউডের তিন খানও। শাহরুখ সলমন আমির তিনজনকেই আম্বানিদের অনুষ্ঠানে নাচ করতে দেখা গেছে।


সেই নাচের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই চর্চা শুরু হয় যে বলিউড সেলিব্রিটি যারা অনুষ্টানে পারফর্ম করেছেন তারা কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন আম্বানি পরিবারের সঙ্গে। শোনা যায় শাহরুখ খান অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য আট কোটি টাকা নিয়েছেন।


তবে সূত্রের খবরে এবার সামনে এলো আসল তথ্য। বলিউড অভিনেতারা নাকি আম্বানিদের এই গ্রান্ড অনুষ্ঠানে নাচ গান অথবা সঞ্চালনা করার জন্য নাকি কোনো পারিশ্রমিকই নেননি। যদিও তাদের মোটা অংকের টাকা পারিশ্রমিক অফার করা হয়েছিল আম্বানি পরিবারের তরফে তবে সেই অফার ফিরিয়ে দিয়েছেন বলি সেলেবরা এমনটাই খবর ঘনিষ্ঠমহল সূত্রে।

ফলে  যতই চর্চা থাকুক বলিউডের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক যে যথেষ্ঠ মজবুত,এই ঘটনা সেটাই প্রমাণ করলো। বিশেষত শাহরুখ খানের সঙ্গে আম্বানিদের পারিবারিক সম্পর্ক এতটাই মজবুত যে অনন্ত রাধিকার প্রি ওয়েডিং পার্টিতে নিমন্ত্রণ পেয়ে সেই অনুষ্ঠানে পারফর্ম করতে এতটুকু দ্বিধাবোধ করেননি। 


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন