জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি খেলবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা

নিউজ ডেস্ক - জুনে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বিরাট কোহলি কি ভারতের স্কোয়াডে সুযোগ পাবেন? এই প্রশ্ন নিয়ে জল্পনা বেশ কিছুদিন থেকেই চলছে। বরং পরিস্থিতিটা বলা ভালো নেতিবাচক। বিশ্বকাপে বিরাট সুযোগ পাবেন না, এমনই বলা হচ্ছে। রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন, ঘোষণা করেছেন  বোর্ড সচিব। বিরাট দলে থাকবেন কিনা, এ নিয়ে বোর্ডের দিক দিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যাইনি। আইপিএলের পারফরম্যান্স একটা মাপকাঠি হবে সকলের ক্ষেত্রেই। 

দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টিতে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে। জানুয়ারিতে দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন বিরাট কোহলি। কিন্তু পারফরম্যান্স আশানুরূপ নয়। 

চিন্নাস্বামীতে রান তাড়ায় নেমেছিল আরসিবি। পঞ্জাবের হয়ে বোলিং ওপেন স্যাম কারান। ডট বলে শুরু। প্রথম ওভারে বিরাট কোহলি ০-৪-৪-৪-০-৪। সব মিলিয়ে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস। ১১টি বাউন্ডারি, দুটি ছয়। এর মধ্যে একটি ছয়, স্টেপ আউট করে কভারের উপর দিয়ে। ১৫৭-র বেশি স্ট্রাইকরেটে ৭৭ রানের ইনিংস। কিন্তু এতকিছুর পরও কি বিরাটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে!  বিধ্বংসী শুরু নিয়ে বিরাট বলেন, "টি-টোয়েন্টিতে ওপেনিং করছি। আমার লক্ষ্যই থাকে বিধ্বংসী শুরুর। পিচে গতির হেরফের ছিল। তবে উল্টোদিক থেকে উইকেট পড়ায় একটু সতর্ক হতে হয়েছিল। শুরুটা ভালো হলেও আমার আক্ষেপ রয়ে গিয়েছে। ম্যাচটা আমারই ফিনিশ করে আসা উচিত ছিল।"

 বিরাট বলছেন, "সকলেই জানে আমি কভার ড্রাইভ খেলতে ভালো বাসি। কেজি (কাগিসো রাবাডা), অর্শদীপরা আমাকে সেই সুযোগ দেবে না এটাই তো স্বাভাবিক। আমাকেও রাস্তা বের করে নিতে হবে। যদি খুব ভুল না করি, বিশ্বের অনেক দেশেই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রোমোশন করার জন্য আমার নাম ব্যবহার করা হয়। আমাকেও তো এর মর্যাদা দিতে হবে!" বিশ্বকাপ জল্পনায় কোহলি যে বিরাট বার্তা দিয়ে গেলেন, এইটি ভুঝতে কোনও অসুবিধা নেই

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন