সুকান্ত মজুমদারের অভিযোগ যে , অভিযুক্ত কারা জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। পুলিশ যদি দ্রুত পদক্ষেপ না করে তাহলে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও দাবি করেছেন । প্রসঙ্গ অনুযায়ী, ঘটনা ইতিমধ্যেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত জয়দীপ গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়িতে পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায় থাকেন।
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ঝামেলার সূত্রপাত পঞ্চায়েত ভোটের সময় থেকেই। পাটন ১৮৫ নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপ দাসের ভাই বউ মিতালি দাস। অভিযোগ তাতেই রাগে ফুঁসছিলেন এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল ও তাঁর দলবলেরা। পঞ্চায়েত ভোটের সময় থেকে প্রায়শই ঝামেলা হত বলে জানা যাচ্ছে। শনিবারও জয়দীপদের উপর অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তরুণ পালের সহ তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে জয়দীপকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পান তিনি। তারপর থেকেই ভর্তি হাসপাতালে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি শঙ্কর সরকার।