নিউজ ডেস্ক - দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোরও সাক্ষী থাকল কলকাতা।বারাসাত সভায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , "কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে। আমারও সেটাই আকর্ষণ ছিল।” বুধবার প্রধান মন্ত্রী সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করলেন দেশের প্রথম গঙ্গার নীচ দিয়ে ছোটা মেট্রো যা বাংলার এক ঐতিহাসক মুহূর্ত গড়ে তুলো । এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসপ্ল্যানেড থেকে মেট্রোর উদ্বোধন করার পর বারাসতের সভায় যোগদান করে মোদী কলকাতার মেট্রো সম্পর্কে বলেন, “দেশের পাবলিক ট্রান্সপোর্টকে আধুনিক বানানো হয়েছে। আমি যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম, তখন আকর্ষণ ছিল, মেট্রো দেখব। কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন যে বিজেপি সরকারের আমলে কলকাতায় মেট্রোর সংখ্যা বেড়েছে বহুগুণ। তিনি বলেন, “এখন কলকাতা মেট্রো এটার সাক্ষী বিজেপি সরকার কতটা দ্রুত গতিতে বিকাশ করছে। ২০১৪ সালের আগে গত ৪০ বছরে কলকাতা মেট্রোর কেবল ২৮ কিলোমিটার রুট হয়েছিল। কিন্তু বিজেপির আমলে এই ১০ বছরে আরও ৩১ কিলোমিটার রুট বেড়ে গিয়েছে মেট্রোর।”
উল্লেখিত, বুধবারে ইতিহাস গড়ল কলকাতা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হল।