যাদবপুরের প্রার্থী সায়নী কে কি বার্তা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ?

 ২০১৯এর যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী কি বললেন এবারের যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে?

সামনেই লোকসভা নির্বাচন।আর তার আগেই গত রবিবার বিগ্রেডের তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকা তেই রয়েছে সায়নী ঘোষের নাম। যাদবপুরে এবার রাজনীতির ময়দানের মাঠে তৃণমূল প্রার্থী  সায়নী ঘোষ। ২০১৯ সালে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী  মিমি চক্রবর্তী। মিমির বদলে এবার  সায়নী যাদবপুরে। সায়নী জানান, প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর মিমি তাঁকে ফোন করেছিলেন।সায়নী বলেন, “মিমি উইশ করেছে আমাকে। শি উইশ মি অল দ্য বেস্ট।”

ভোটের আগে দেওয়াল লেখার পাশাপাশি তিনি এদিন জনসংযোগও করেন।  রবিবার ব্রিগেডে তৃণমূলের মহাসমাবেশের পর উওর কামালগাজি এলাকায় যান তিনি।  উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর। সেখানে দলীয় কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন। সায়নী বলেন, "৩০ বছর আগে যুবনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর জিতিয়েছিল।" তাই তিনিও আশাবাদী। তাঁর সঙ্গে যাদবপুর থাকবে।তিনিও নিরাশ করবেন না যাদবপুরকে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন