নিউজ ডেস্ক : শেষ রক্ষা হলো না। মাএ ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা পার্থসারথি দেব।গত ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা কে। দীর্ঘদিন ধরেই সিওপিডি র সমস্যায় ভুগছিলেন। শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। জীবনের কঠিন সময়ে পাশে পান নি পরিবার কে। একসময় তিনি টলিউড ইন্ডাস্ট্রিতেই কর্মরত রূপসজ্জা শিল্পী বিনিতা দেবকে বিয়ে করেন। কিন্তু বহুদিন ধরেই তার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে।একসময় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও এনেছিলেন তিনি। তবে তার কঠিন সময়ে পাশে ছিল আর্টিস্ট ফোরাম। তিনি সেখানকার সহ সভাপতি পদে নিযুক্ত ছিলেন। তার নশ্বর দেহ দুপুর ২ টোর সময় আনা হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে। সেখানেই অন্যান্য শিল্পী এবং কলাকুশলীদের অভিনেতার পার্থিব দেহে মাল্যদানের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এমনটাই জানা গেছে।