নিউজ ডেস্ক - বাড়ির লোকজন সাত বছরের শিশুকন্যাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে মসজিদে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আগুন লেগে যায় বাড়িতে। বুঝতে পারেনি শিশুটি। প্রতিবেশীরা যতক্ষণে বুঝতে পেরেছিলেন, ততক্ষণে আগুন গ্রাস করে ফেলে গোটা বাড়িটা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তামান্না খাতুন নামে সাত বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত মৌসুমারি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর , তামান্না খাতুনের পরিবারের সদস্যরা ভোর রাতে নমাজ পড়তে গিয়েছিলেন। সে সময়ে বাড়িতে আগুন লেগে যায়। তামন্না বাড়িতে শোওয়ার ঘরে ছিল। ঘুমিয়ে থাকায় ফলে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেনি সে। যতক্ষণে প্রতিবেশীরা দেখতে পেয়ে ছুটে আসেন, তখন গোটা বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলছে। বাড়ির ভিতরে ঢুকতে পারছিলেন না কেউ। প্রতিবেশীরা নিজেদের বাড়ি থেকেই বালতি-গামলা করে জল ঢালতে শুরু করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে ,দ্রুত খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরে ঢুকে শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু শিশুটির শরীর পুরো ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার মর্মান্তিকতায় প্রতিবেশীরা শোকাহত হয়ে পড়েছেন।