বাংলাদেশে ঈদ উপলক্ষে টানা ৬ দিন ছুটি সরকারি চাকরিজীবীদের

নিউজ ডেস্ক - গত মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হয়েছে রোজা রাখা। একমাস রোজা রাখার পরেই আসবে খুশির ইদ। এরই মধ্যে  বাংলাদেশের সরকারি কর্মীদের জন্য রয়েছে  সুখবর। এবারে ইদে টানা ৬দিন ছুটি পেতে পারেন তাঁরা।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এক মাস পরেই পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদ উল ফিতর। সব কিছু ঠিক থাকলে ১১ এপ্রিল এই ইদ পালিত হবে বাংলাদেশে। সেই কথা মাথায় রেখে হিসাবেই ছুটির তালিকা তৈরি করেছেন শেখ হাসিনার সরকার। আসন্ন ইদ উল ফিতরে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। ৬ দিন না হলেও অন্তত ৫ দিন ছুটি নিশ্চিতভাবে পেতে চলেছেন সরকারি আধকারিক এবং কর্মচারীরা।

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ইদ উল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ইদের আগের এবং পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি আধকারিক এবং কর্মচারীরা। এবার রমজান মাস ৩০ দিন হলে ইদ-উল ফিতর হবে ১১ এপ্রিল। সেদিন বৃহস্পতিবার। ১১ এপ্রিল ইদের তারিখ নির্ধারণ করেই ছুটির তালিকা করেছে সরকার। সেই হিসেবে ১০, ১১ এবং ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ইদ উল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর পরদিন ১৩ এপ্রিল ,শনিবার, সাপ্তাহিক ছুটি। তার পরের দিন আবার ১৪ এপ্রিল। সেদিন রবিবার এবং নববর্ষের ছুটি। তাই চলতি বছরে ইদে অন্তত ৫ দিন টানা ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা বলে জানিয়েছেন ওই মন্ত্রকের আধিকারিকর। তবে ২৯ রমজান ধরে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৯ এপ্রিল যদি ছুটি ঘোষণা করা হয় সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ৬দিন ছুটি ভোগ করতে পারবেন বলেও জানান তাঁরা।

এবারে ইদের সময়ে অতিরিক্ত ভিড় এবং যাত্রী সামাল দিতে বাড়তি ট্রেন চালানো হবে বলেও জানিয়েছে বাংলাদশের রেল। বাংলাদেশের রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, ইদ উপলক্ষ্যে এবার ১৬টি নতুন ট্রেন  যুক্ত করা হয়েছে। তিনি বলেন, "এবার আমরা যাত্রীদের কথা চিন্তা করে নতুন অনেকগুলো ট্রেন যুক্ত করেছি। যাতে কারোর কোন অসুবিধা না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে।"এরই সঙ্গে ইদের সময় টিকিট বিক্রি করার ক্ষেত্রেও একাধিক নিয়ম চালু করা হয়েছে বলেও জানান তিনি। রেলমন্ত্রী বলেন, "এবারের ইদের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে। অনলাইনের চাপ কমাতে এবার পূর্বাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হবে দুপুর ২টা থেকে। যাত্রীরা টিকিট কাটার ১০ দিন পরে যাত্রা করতে পারবেন।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন