রেলের তরফ থেকে শিক্ষকদের জন্য চালু করা হবে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক - রেলের তরফ থেকে বিভিন্ন সময়ে বিশেষ কিছু কারণে স্পেশাল ট্রেন চালানো হয়। বিশেষত উৎসব-অনুষ্ঠানের জন্য স্পেশাল ট্রেন চালানোর নজির রয়েছে অনেক। কিন্তু এবার শিক্ষকদের জন্য একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই ট্রেনে যাতায়াতের বিশেষ সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষিকারা। রেলের এই সিদ্ধান্তে মহারাষ্ট্রের মুম্বই এবং উত্তর প্রদেশের গোরখপুরের মধ্যে শিক্ষকদের ট্রেন যাত্রা সহজ হবে। সেন্ট্রাল রেলের অধীনে চলা এই ট্রেনে, বার্থ বরাদ্দ করার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আসন খালি থাকে তাহলে সাধারণ মানুষও সিট সংরক্ষণ করতে সক্ষম হবেন।

সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রথমবার এই রুটে কেন্দ্রীয় রেলের তরফে একটি শিক্ষক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আইডি কার্ড দেখালে, এই ট্রেনে বার্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।রেলের পক্ষ থেকে এইরুপ একটি বিজ্ঞপ্তিও পেশ করা হয়েছে। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং-এর মতে, ০১১০১ দাদার-গোরখপুর টিচার্স স্পেশাল চলতি বছরের ২ মে থেকে চলবে এবং ০১১০১২ স্পেশাল ট্রেন ১০ জুন গোরখপুর থেকে চলবে।

কারণ, মহারাষ্ট্রে পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক মানুষ শিক্ষক হিসাবে কাজ করে। মে মাসে ছুটি শুরু হলে তাঁরা বাড়ি ফেরেন। সাধারণত তাঁরা ট্রেনে চেপেই বাড়ি ফেরেন। কিন্তু ভিড়ের কারণে টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়ে যার জন্য তাঁরা সিট পেতে পারেন না।

তাই ছুটির দিনে শিক্ষকরা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে পৌঁছতে পারেন সেজন্য বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন একদল শিক্ষক। সেই দাবি মাথায় রেখেই এবার এই পদক্ষেপ করেছে রেল। স্কুলগুলি আবার খুলবে আগামী ১৫ জুন থেকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন