সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রথমবার এই রুটে কেন্দ্রীয় রেলের তরফে একটি শিক্ষক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আইডি কার্ড দেখালে, এই ট্রেনে বার্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।রেলের পক্ষ থেকে এইরুপ একটি বিজ্ঞপ্তিও পেশ করা হয়েছে। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং-এর মতে, ০১১০১ দাদার-গোরখপুর টিচার্স স্পেশাল চলতি বছরের ২ মে থেকে চলবে এবং ০১১০১২ স্পেশাল ট্রেন ১০ জুন গোরখপুর থেকে চলবে।
কারণ, মহারাষ্ট্রে পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক মানুষ শিক্ষক হিসাবে কাজ করে। মে মাসে ছুটি শুরু হলে তাঁরা বাড়ি ফেরেন। সাধারণত তাঁরা ট্রেনে চেপেই বাড়ি ফেরেন। কিন্তু ভিড়ের কারণে টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়ে যার জন্য তাঁরা সিট পেতে পারেন না।
তাই ছুটির দিনে শিক্ষকরা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে পৌঁছতে পারেন সেজন্য বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন একদল শিক্ষক। সেই দাবি মাথায় রেখেই এবার এই পদক্ষেপ করেছে রেল। স্কুলগুলি আবার খুলবে আগামী ১৫ জুন থেকে।