অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার; রক্ষাকবচের আর্জি খারিজ হতেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী

 নিউজ ডেস্ক:  গ্রেফতারির আশঙ্কায় বার বার ইডির সমন এড়াচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই আশঙ্কাই সত্যি হল। ভোট মরশুম বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে। 


আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইডি আধিকারিকদের ১২জনের একটি দল মন্ত্রীর বাসভবনে পৌঁছয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে রাতেই গ্রেফতার হলেন আম আদমি পার্টি প্রধান কেজরিওয়াল।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় তার তার নাম জড়ানোর অভিযোগের পর থেকেই জিজ্ঞাসাবাদের জন্য প্রায় ন বার  কেজরিওয়ালকে তলব করেছে ইডি। ন বারই হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

শেষ তলব অনুযায়ী বৃহস্পতিবার তার হাজিরা দেওয়ার কথা ইডি দফতরে। এবারেও হাজিরা এড়িয়ে তিনি দ্বারস্থ হন দিল্লি হাইকোর্টের। কেজরিওয়াল আদালতে আর্জি রাখেন, ইডি যদি তাকে নিশ্চয়তা দেয় যে , তাঁদের করা তলবে সাড়া দিলে তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না, তাহলে তিনি হাজিরা দিতে পারেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দেয় আদালত।  এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ জানায়, উভয়ের বক্তব্য শোনার পর  এই পর্যায়ে মামলাকারীকে কোনরকম সুরক্ষা  দেওয়া যাচ্ছে না। 

দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ না মেলার পর থেকেই আরও তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যেতেই সংস্থার একটি দল পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাড়ি। তল্লাশির পরই গ্রেফতার হলেন কেজরিওয়াল।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন