নিউজ ডেস্ক - লোকসভা নির্বাচনের আগে পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। যা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। বরাহনগরের বর্ষীয়ান বিধায়ক তাপস রায় দলের দুর্নীতি এবং সন্দেশখালির ঘটনার পর থেকে মুখ দেখাতে পারছিলেন না। যার ফলে, এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, সোমবার তিনি জানান, তাঁর বাড়িতে ইডি অভিযান করার পর মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তাঁর খোঁজ নেননি|
এদিন তাপস রায় বিধানসভায় পৌঁছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস। এদিকে এই ঘটনার পরেই দূত হিসাবে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। যদিও এই বৈঠকের পরও কোনো নড়চড় হয়নি এই সিদ্ধান্তে।
তাপস রায় জানান, "২৪ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক। অথচ ইডি অভিযানের ৫২ দিন পর একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খোঁজ নেয়নি। দল পাশে দাঁড়ায়নি। বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন। অথচ আমার বাড়িতে ইডি হানার কথা উল্লেখ করতেই পারতেন। আমি আহত, আঘাতপ্রাপ্ত।" তিনি আরও যোগ করেন, "ওরা যখন আমাকে বোঝাতে এসেছিল, তার মধ্যেই সুব্রত বক্সি শোকজ নোটিশ পাঠিয়েছেন কুণালকে। কুণাল ও ব্রাত্য দু’জনেই আমার ভাইয়ের মতো। ওরা আমার সঙ্গে কথা বলতে এসেছিল। মাঝেমধ্যেই আসে। রাজনীতিতে আমার সততা কারও অজানা নয়। নিজের দলের লোকই যদি আমার বিরুদ্ধে চলে যায়, সেটা দুর্ভাগ্যের। আমার বাড়িতে একটা সাজানো ইডি অভিযান হল।"