যে কোনও মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করার আগে সেই স্কিমের রিটার্ন, ক্যাটেগরি, ম্যাক্রোইকোনমির মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখলে বিনিয়োগে ঝুঁকি কমে। এমন ৮টি ফ্লেক্সি ক্যাপের হদিশ রইল, যা ১০ বছরে ১৬ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। কেউ যদি এই স্কিমে ১ লক্ষ টাকা জমা রাখেন, তবে ১০ বছর বাদে সেই ফান্ড বেড়ে ৯ লক্ষ টাকায় পৌঁছেছে।
মিউচুয়াল ফান্ডে রিটার্ন রয়েছে যথাক্রমে -
কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ২৩.৮৫ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৯ লক্ষ টাকায়।
পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৯.৫৬ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫.৯২ লক্ষে।
জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৯.৪৭ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫.৯৬ লক্ষ টাকায়।
ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৭.২৯ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৯২ লক্ষ টাকায়।
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৭.৪৪ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৯৯ লক্ষ টাকায়।
আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৬.৯০ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৬ লক্ষ টাকায়।
এসবিআই ফ্লেক্সিক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৬.৭৫ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৭০ লক্ষ টাকায়।
ডিএসপি ফ্লেক্সিক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৬.৫২ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৬১ লক্ষ টাকায়।