ভুটানের রাজ দরবারের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব ড্রুক গ্যালপোয় সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 নিউজ ডেস্ক - ভুটানের রাজ দরবারের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব ড্রুক গ্যালপোয় সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোই হলেন প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যাঁকে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল ভুটান। শুক্রবার সকালে প্রতিবেশী রাষ্ট্র ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভুটানের রাজা প্রধানমন্ত্রী মোদীকে অর্ডার অব ড্রুক গ্যালপোয় ভূষিত করেন। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল ভুটান। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ভুটানের ১১৪ তম জাতীয় দিবস উদযাপনের সময়েই এ কথা ঘোষণা করেছিলেন ভুটানের রাজা।

প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করে ভুটান জানিয়েছে "মোদী হলেন জাতীয়, আঞ্চলিক তথা গোটা বিশ্বের লিডারশিপের এক অসামান্য প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। ভারতের সুপ্রাচীন সভ্যতাকে তিনি প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার এক ডাইনামিক সেন্টারের রূপ দিয়েছেন। পরিবেশ রক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর দিকে তাঁর যে দৃষ্টিভঙ্গি, তা ভারতের বিকাশকে সত্যিই পরিপূর্ণ করে তোলে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব ভারতকে এক আমূল পরিবর্তনের দিশা দেখিয়েছে এবং আন্তর্জাতিক আঙিনায় ভারতের প্রভাব বেড়েছে।"

পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বের যে নীতি রয়েছে, সে কথাও বিশেষভাবে উল্লেখ করেছে ভুটান। বিশেষ করে মোদীর ‘নেবারহুড ফার্স্ট’ নীতি যে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে একই ভাবে আরও শক্তিশালী করে তুলেছে বলেই মনে করছে ভুটান। প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করে ভুটান জানাচ্ছে," এমন একজন রাষ্ট্রনেতা যে ভুটানবাসীর সত্যিকারের বন্ধু, তাতে তারা সম্মানিত বোধ করছে। ভুটানের স্বনির্ভর হওয়া ও উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে যে প্রধানমন্ত্রী মোদী সবসময় পাশে রয়েছেন, সেকথাও জানাচ্ছে ভুটান। তাদের কথায়, ভারত ও ভুটানের মধ্যে যে বন্ধুত্ব, তা বাকি দেশগুলির কাছে উদাহরণ হয়ে থাকবে।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন