নির্বাচনের আগে সুখবরের আশায় চাকরিপ্রার্থীরা, সোমবার ফের বৈঠকে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: নির্বাচনের আগে সুখবরের আশায় চাকরিপ্রার্থীরা, সোমবার ফের বৈঠকে শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। সোমবার বিকাশ ভবনে বিকেল ৪টের  সময় এই বৈঠকটি হবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকরা।চাকরিপ্রার্থীদের কথায়, "আমরা জানতে পেরেছি শিক্ষাদফতর এবং কমিশন আইনি পরামর্শে নিয়েছে। সমস্যার সমাধান দরকার কারণ ভোটটা এগিয়ে আসছে। আমরা আশা করছি এটাই আমাদের শেষ বৈঠক হবে।" শুক্রবার চাকরিপ্রার্থীদের মধ্যে  কয়েকজন প্রতিনিধি কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। সেখানে দু'পক্ষের মধ্যে আলোচনা চলে আধঘণ্টা।


সম্প্রতি সংবাদমাধ্যমে চাকরিপ্রার্থীদের সম্পর্কে মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের পর ক্ষুদ্ধ চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মানসিক লড়াই হচ্ছে রাজনৈতিক নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। উনি বলেছেন আমরা তালে-গোলে-মালে চাকরি পাওয়ার চেষ্টা করছি। এই কথাটা আমাদের পক্ষে অপমানজনক। তাহলে কি আপনিও তালে-গোলে-মালে সিবিআই তদন্তের কথা বলেছিলেন? এটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নয়। এটা সদ্য রাজনীতিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য।" এমনকী চাকরিপ্রার্থীদের একাংশের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর "ভগবান নন"। বেশ কিছু চাকরিপ্রার্থী মনে করছেন তাঁর দেওয়া একাধিক CBI তদন্তের জন্যই নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে রয়েছে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন