নিউজ ডেস্ক: দোলের আগে পর্যটকদের জন্য সুখবর। হোলি উপলক্ষে ছয় জোড়া বাড়তি ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল।
একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে এই বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। যার জেরে উপকৃত হবেন পর্যটকরা। বিশেষত যারা দোল উপলক্ষে পুরি এবং অন্যান্য জায়গায় যেতে চান তাদের কথা ভেবেই এই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।বিশেষ ট্রেনগুলি হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দেবে। এর মধ্যে তিনটি ট্রেন ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে একটি কলকাতা স্টেশন থেকে এবং বাকি দুটি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে।
এক নজরে দেখে নিন কোন কোন রুটে চলবে এই অতিরিক্ত ট্রেনগুলি
০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর হোলি স্পেশাল -বাইশে মার্চ শিয়ালদহ থেকে রওনা হয়ে পরের দিন গোরখপুর পৌঁছবে।।
০৩১৩২গোরখপুর-শিয়ালদহ হোলি স্পেশাল-২৩ শে মার্চ গোরখপুর থেকে রওনা দিয়ে পরের দিন শিয়ালদহ পৌঁছবে।
স্পেশাল ট্রেনটি বর্ধমান, খনা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর থেকে জাসিডিহ স্টেশনে পূর্ব রেলের মধ্যে উভয় দিকেই থামবে।
০৩১৩৩ শিয়ালদহ – গয়া হোলি স্পেশাল-২৪ শে মার্চ শিয়ালদহ থেকে রওনা হয়ে পরের দিন গয়া পৌঁছবে
০৩১৩৪ গয়া-শিয়ালদহ হোলি স্পেশাল-২৫ শে মার্চ গয়া থেকে রওনা হয়ে পরের দিন শিয়ালদহ পৌঁছবে।
স্পেশাল ট্রেনটি বর্ধমান, বোলপুর, রামপুর হাট, বারহারওয়া জং, সাহেবহাঞ্জ জং, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর, পূর্ব রেলের স্টেশন গুলির উভয় দিকে দাঁড়াবে।
০৩১০৩ শিয়ালদহ – পুরী হোলি স্পেশাল- ২৮ মার্চ শিয়ালদহ থেকে রওনা হবে। ০৩১০৪ পুরী-শিয়ালদহ হোলি স্পেশাল পুরী থেকে ২৯ মার্চ রওনা হবে।
০৩১৮৫ কলকাতা – জয়নগর হোলি স্পেশাল ২২ মার্চ কলকাতা স্টেশন থেকে রওনা হবে ও পরের দিন জয়নগর পৌঁছবে অন্যদিকে ০৩১৮৬ জয়নগর-কলকাতা হোলি স্পেশালটি জয়নগর থেকে ২৩শে মার্চ রওনা হবে।স্পেশাল ট্রেনটি বর্ধমান, খনা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর থেকে জাসিডিহ স্টেশনে পূর্ব রেলের মধ্যে স্টেশনগুলিতে উভয় দিকে দাঁড়াবে।
এছাড়াও ০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দ বিহার হোলি স্পেশাল মালদহ টাউন থেকে ২৫ মার্চ ও ০১ এপ্রিল ছাড়বে। অন্যদিকে ০৩৪৩৬ আনন্দ বিহার থেকে মালদা স্পেশাল ছাড়বে ২৬ মার্চ ও ২ এপ্রিল মালদা টাউন থেকে ছাড়বে।
স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের নিউ ফারাক্কা, বনডাঙ্গা, বারহারওয়া জং, সাহেবগঞ্জ জং, পিরপাইন্টি, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর জং এবং আভাইপুর স্টেশনে উভয় দিকে থামবে।
বিশেষ ট্রেনগুলিতে জেনারেল কোচ, স্লিপার কোচ এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। এই বিশেষ ট্রেন চালানোয় পর্যটকরা উপকৃত হবেন বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যেই শুরু হবে ট্রেনগুলির টিকিট বুকিং।