বেজে উঠলো ২০২৪ এর যুদ্ধের দামামা, প্রকাশিত হলো লোকসভা নির্বাচনের নির্ঘন্ট সময়

নিউজ ডেস্ক :  অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ  ১৬ মার্চ শনিবার ঘোষিত হয়ে গেল ১৮ তম লোকসভা নির্বাচনের দিনঘোষনা। সারা দেশে বেজে উঠলো ২০২৪ এর যুদ্ধের দামামা। নির্ঘণ্ট সময় প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ৭ দফায় নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানাল, বাংলাতেও ৭ দফায় হবে লোকসভা ভোট । শুরু হবে ১৯ এপ্রিল এবং ৪ জুন ভোটের গননা

সারা দেশে লোকসভা নির্বাচন এবার হবে ৭ দফায়।

প্রথম দফায় লোকসভা ভোট ১৯ এপ্রিল : প্রথম দফায় উত্তরবঙ্গে মোট ৪ কেন্দ্রে ভোট , ১৯ এপ্রিল বাংলায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট  হবে। 

২৬ এপ্রিল: দ্বিতীয় দফায় লোকসভা ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে।
৭ মে: তৃতীয় দফায় লোকসভা ভোট হবে  বাংলায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরে 

১৩ মে: চতুর্থ দফায় লোকসভা ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমে । 
২০ মে: পঞ্চম দফায় লোকসভা ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া. উলুবেড়িয়া, হুগলিতে। 
২৫ মে: ষষ্ঠ দফায় লোকসভা ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুকে। 
১ জুন: সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হবে উত্তর কোলকাতা, দক্ষিণ কোলকাতা, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরে।


কমিশনের তরফে জানানো হয়, "২ বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ। তার মধ্যে ১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি। অর্থাৎ এবার যুবশক্তির ভোটের উপর অনেকটাই নির্ভর করছে দেশের আগামী। ভোট হিংসা রুখতেও এবার তৎপর প্রশাসন। তাই প্রতিটি জায়গায় যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বললেন কমিশনার। পেশিশক্তি রুখতে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতি জেলায় খোলা থাকবে কন্ট্রোল রুম"।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন