নিউজ ডেস্ক: দুপুর গড়ালেই দুর্যোগ জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দেখে নিন মঙ্গলবার কোন কোন জেলা ভিজতে পারে অসময়ের বৃষ্টিতে ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় অকাল কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের তিনি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও দুপুরের পর থেকে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এই জেলাগুলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেইসঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উল্লেখ্য, ইতিমধ্যেই ২০ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। গত শনিবার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। কয়েকদিন ধরেই আকাশ মেঘলা রয়েছে। আর মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
সূত্রের খবর, আজ বিভিন্ন জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড় ও সেই সঙ্গে বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি হতে পারে একাধিক জায়গায়। ঝড় বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবারও।