নাম সামনে এলো শাহজাহানকে পালাতে সাহায্য করা অভিযুক্তের


নিউজ ডেস্ক - ৫ দিন ধরে‘গায়েব’ ছিলেন শেখ শাহজাহান। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। তা নিয়েই ধুন্ধুমার কাণ্ড। আর তারপর থেকেই ৫৫ দিন খোঁজ পাওয়া যায়নি শেখ শাহজাহানকে। তাঁকে সেদিন পালাতে সাহায্য করেছিলেন এবার প্রকাশ্যে এল সেই নাম। মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করা হয় শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালিরই বাসিন্দা ফারুক আকুঞ্জি, ইয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্সকে।

সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহান শেখের ঘনিষ্ঠ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সোমবারই তাঁদের নিজাম প্যালেসে তলব করা হয়। ডাকা হয় শাহজাহানের পরিবারের সদস্যদেরও। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাহজাহানের ডান হাত বলে পরিচিত সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। কথায় অসঙ্গতি থাকায়  জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি, দিদার বক্সকে গ্রেফতার করে সিবিআই।

মঙ্গলবার তাঁদের ধৃতদের বসিরহাট আদালতে পেশ করে সিবিআই। সওয়াল জবাবের সময়ে সিবিআই-এর আইনজীবী দাবি করেন, ইডি-র ওপর হামলার ঘটনার পিছনে ও  শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল ফারুক আকুঞ্জি।  আদালতে CBI আরও দাবি করে, ওই দিনের ঘটনার নেপথ্যে ছিলেন জিয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্স।

ইডির ওপরে হামলার জন্য লোকজন জোগাড় করার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই দুজনই জড়িয়ে ছিলেন বলে সিবিআই দাবি করে।  আর তার স্বপক্ষে সিবিআই-এর হাতে বেশ কিছু ভিডিয়ো ফুটেজ এসেছে বলেও এদিন আদালতে দাবি করে সিবিআই।

সূত্রের খবরে জানা যাচ্ছে , এই ফারুক আকুঞ্জির বাড়ি আদতে শেখ শাহজাহানের বাড়ির পাশেই। জানা যাচ্ছে, এই ফারুক আকুঞ্জির বাড়িকে সপরিবারে আত্মগোপন করেছিলেন শেখ শাহজাহান।  প্রসঙ্গত, ইতিমধ্যেই সন্দেশখালি মামলার তদন্ত করছে সিবিআই।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন