উওরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। ১১ই মার্চ অর্থাৎ গত রবিবার বিগ্রেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা ভোটের জন্য ৪২ জনের প্রার্থীতালিকা ঘোষণা করলেন।গত কয়েক দিন ধরেই একাধিক বার জেলায় জেলায় সফর করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সপ্তাহ আগেই তৃণমূল সুপ্রিমো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে সভা করতে যান। আর তার আগেই তিনি সফরে যান পুরুলিয়া , বাকুড়া এবং ঝাড়্গ্রামে।
আজ মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যান এবং সেখানে তার কিছু বক্তব্য রাখেন। তৃণমূল সূএ খবর,আগামী ১৩ই মার্চ উওরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে যাবেন ফুলবাড়ি। সেখানে রয়েছে তার সরকারি কর্মসূচি। পাশাপাশি শিলিগুড়ি থেকে উওরবঙ্গের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করবেন তিনি।