নিউজ ডেস্ক - সবে কেটেছে দোল আর চলছে চৈত্র মাস।এরইমধ্যে সোনার দামে বড় পতন ঘটলো। হঠাৎ করেই কমল সোনার দাম। সাথে সাথে রুপোর দামও।
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ১১৪ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬১ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ১১ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৬৭০ টাকা।১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৭ হাজার টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে ।
১৮ ক্য়ারেটের সোনার দামও আজ কম রয়েছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজাক ২ টাকা।১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ২০ টাকা।
সোনার সাথে সাথে দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭ হাজার ৭৪০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৭ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।